খুলনা প্রতিনিধি \ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ গতকাল রাতে খুলনা—সাতক্ষীরা মহাসড়ক থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ সূত্রে জানা যায় তারা হলো ১) সোহাগ মিয়া (২৫), পিতা—গনি মিয়া, সাং—কিরাটন গাংপাড়া, থানা—করিমগঞ্জ, জেলা—কিশোরগঞ্জ, এ/পি সাং—গাওয়াইর বাজার, থানা—দক্ষিণখান, জেলা—ঢাকা এবং ২) মোঃ শাকিল (২৫), পিতা—মৃত মোঃ মতি মিয়া, সাং—বনোগ্রাম, থানা—কটিয়াদি, জেলা—কিশোরগঞ্জ, এ/পি সাং—জামতলা, থানা—দক্ষিণখান, জেলা—ঢাকাদ্বয়কে ২০ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে। আটক মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নবণচরা থানা পুলিশ বাদী হয়ে মামলা রুজু পূর্বক আসামীদের জেল হজতে প্রেরণ করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি মোহাম্মদ আহসান হাবীব।