খুলনা প্রতিনিধি \ রবিবার বেলা সাড়ে ১১টার সময় খুলনা বিভাগীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় মডেল কেয়ার টেকার সমিতির খুলনা বিভাগের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ১৪ তম গ্রেডের বেতন স্কেল সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় সভাপতি শেখ মাহবুবুর রহমান মানববন্ধনে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় ফিল্ড সুপারভাইজার মোঃ আব্দুল গফফার, মোঃ মওদুদ আহমেদ ফিল্ড সুপারভাইজার খুলনা বিভাগীয় আরাফাত হোসেন খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক, আব্দুর রহিম, হাফিজুর রহমান সভাপতি বাগেরহাট জেলা মোহাম্মদ আবু হানিফ মডেল কেয়ার টেকার মোঃ মুজিবুর রহমান বিভাগীয় অর্থ সম্পাদক, মানববন্ধন শেষে খুলনা বিভাগীয় মহাপরিচালক এর মাধ্যমে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক এর কাছে স্মারকলিপি প্রদান করেন। বক্তারা বলেন আমরা দীর্ঘদিন আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত আছি, আমাদের স্বল্প মূল্যে বেতনের কারণে আমাদের সন্তানদের লেখাপড়া সহ সংসার চালাতে খুবই কষ্টকর হয়। সরকার সহ সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিকট আমাদের দাবি—দাবা মেনে নেওয়ার জন্য দৃষ্টি আকর্ষণ করছি।