খুলনা প্রতিনিধি \ পুলিশ সদর দপ্তর, বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম ইউনিট (অঞট) ও টহরঃবফ ঘধঃরড়হং ঙভভরপব ড়হ উৎঁমং ধহফ পৎরসব (টঘঙউঈ) এর যৌথ উদ্যোগে “ওহরঃরধঃরাবং ড়হ ঈড়ঁহঃবৎরহম ঞবৎৎড়ৎরংস ্ ঠরড়ষবহঃ ঊীঃৎবসরংস ঃযৎড়ঁময ঝঃৎবহমঃযবহরহম ড়ভ ঈড়সসঁহরঃু ধহফ ইবধঃ চড়ষরপরহম গবপযধহরংসং ধহফ ঝঃৎধঃবমরবং রহ ইধহমষধফবংয” শীর্ষক প্রকল্পের আওতায় এক কর্মশালা অনুষ্ঠিত হয়। রিজিওনাল কনসালটেশন এর অংশ হিসেবে গতকাল ১৮ মে ২০২৫ তারিখ নগরীর হোটেল সিটি ইন এ খুলনা মেট্রোপাল্টান পুলিশ এবং খুলনা রেঞ্জ হতে ৩৭ জন ইন্সপেক্টর হতে তদূর্ধ্ব পদমর্যাদার পুলিশ কর্মকর্তাদের নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এন্টি টেররিজম ইউনিটের ডিআইজি (ক্রাইম এন্ড ইনভেস্টিগেশন) মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল হক, পিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার উথান সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও একটি উদ্বেগের বিষয়। বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট এন্টি টেররিজম (অঞট) সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা মোকাবিলায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খুলনা বিভাগের তৃণমূল পর্যায়ে কমিউনিটি এবং বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলা ও ভবিষ্যত কর্মকৌশল নির্ধারণের জন্য অঞট কর্তৃক এই কর্মশালা আয়োজনের জন্য তিনি সাধুবাদ জানান। সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থা প্রতিরোধে করণীয় শীর্ষক কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সদর দপ্তরের এআইজি (কমিউনিটি এবং বিট পুলিশিং) মোঃ আরিফুল ইসলাম; পুলিশ সুপার (ট্রেনিং) এন্টি টেররিজম ইউনিট মোঃ শিরিন আক্তার জাহান—সহ অঞট ও টঘঙউঈ এর প্রতিনিধিবৃন্দ।