খুলনা প্রতিনিধি \ গতকাল রাতে নগরীর রায়ের মহল মেলার মাঠে জামি’আ ইসলামিয়া উসওয়ায়ে হাসানা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিসীনে কেরাম এবং কুরআনের হাফেজদের আয়োজনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, ইসলাম ধর্মে ওলামায়ে কেরাম এবং কোরআনের হাফেজগণ এমন সম্মানিত ও শ্রদ্ধেয় মানুষ যাদের কথা ও কাজ সমাজে বসবাসকারী অন্যান্য মুসলমানেরা অনুসরণ করে। দেশের এই পরিবর্তিত পরিস্থিতিতে কোন মহল যেন ধর্মীয় উস্কানি ও গুজব ছড়িয়ে সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেজন্য আপনারা ভূমিকা পালন করবেন। তিনি বলেন আমাদেরকে ইসলামী মূল্যবোধ চর্চার মাধ্যমে প্রকৃত মুসলমান হয়ে উঠতে হবে। ওলামায়ে কেরামগণ তাদের বক্তব্যে সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য ঐক্যবদ্ধভাবে খুলনা মেট্রোপলিটন পুলিশের পাশে থেকে ইতিবাচক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। এসময় জামি’আ ইসলামিয়া উসওয়ায়ে হাসানা মাদ্রাসার সম্মানিত সভাপতি এবং শিক্ষকমণ্ডলী ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।