খুলনা প্রতিনিধি \ কেএমপি’র হরিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম ৩ ফেব্রুয়ারি সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা সদর থানাধীন আলী হাফেজ সড়কের সিফাত অটো পার্টস এন্ড সার্ভিসিং সেন্টার দোকানের সামনে থেকে ১) কবির হোসেন শেখ (৪৩), পিতা—মৃত নোয়াব আলী শেখ, সাং—বদনীভাঙ্গা, থানা—মোড়েলগঞ্জ, জেলা—বাগেরহাট, এ/পি সাং—বান্দাবাজার, থানা—লবণচরা, ২) আব্দুল মান্নান হাওলাদার (৪৪), পিতা—লেহাজ উদ্দিন হাওলাদার, সাং—বান্দাবাজার, থানা—লবণচরা এবং ৩) নুর ইসলাম (২৮), পিতা—মোঃ মজিদ, সাং—দশগেট ভূমিহীন পল্লী, থানা—লবণচরা, এ/পি সাং—তেতুলতলা, থানা—বটিয়াঘাটা, জেলা—খুলনাদেরকে আটক করেছে তাদের হেফাজত হতে চুরি হয়ে যাওয়া সবুজ রংয়ের ১টি ব্যাটারী চালিত ইজিবাইক উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে হরিণটানা থানায় মামলা রুজু হইয়াছে যার মামলা নং— ৩, তারিখ—০৩/০২/২০২৫ খ্রিঃ, ধারা—৩৭৯ পেনাল কোড। তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।