খুলনা প্রতিনিধি \ গতকাল খুলনা মেট্রোপলিটন হরিণটানা থানা পুলিশের একটি টিম দুপুরে বনলতা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দুই গরুচোর কে আটক করেছে পুলিশ সূত্রে জানা যায় তারা হলো১) মোঃ কুদ্দুস সরদার (৪৭), পিতা—মোঃ আব্বাস সরদার এবং ২) সেলিনা বেগম (৩৫), স্বামী—মোঃ কুদ্দুস সরদার, উভয় সাং—গাওঘরা, থানা—বটিয়াঘাটা, জেলা—খুলনা, এ/পি সাং—বনলতা আবাসিক প্রকল্প, থানা—হরিণটানা, খুলনাদ্বয়কে গ্রেফতার করে। তাদের হেফাজত হতে চোরাই ১ টি গাভী গরু উদ্ধার করা হয়। গ্রেফতার কৃত ব্যক্তিদের বিরুদ্ধে হরিণটানা থানায় চুরি মামলা হইয়াছে যার মামলা নং নং—০৮, তারিখ—২৩/০৩/২০২৫ খ্রিঃ, ধারা—৩৭৯ পেনাল কোড তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।