খুলনা প্রতিনিধি \ গতকাল সকাল ১১টার সময় খুলনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ওসহকারী পরিচালক খুলনা। বক্তব্য রাখেন’ অন্যানের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা আমির মাওলানা ইমরান হোসাইন, খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস,শ্রমিক কল্যাণের খুলনা মহানগর সভাপতি আজিজুল ইসলাম ফরাজি, দাকোপ বটিয়াঘাটা থেকে জামাত ইসলাম মনোনীত এমপি পদপ্রার্থী আবু ইউসুফ খুলনা মহানগর শিবির সভাপতি আরাফাত হোসেন মিলন। প্রধান অতিথিত তার বক্তৃতায় বলেন আমরা দীর্ঘদিন জুলুমের শিকার ছিলাম পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানের পর দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছি কিন্তু আমাদের মজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে এখনো কেন মুক্তি দেওয়া হয়নি এ বিষয়ে আমি সরকারের কাছে জানতে চাই। আওয়ামী প্যাসিস্ট সরকারের সবথেকে জুলুম নির্যাতনের শিকার বাংলাদেশ জামাত ইসলাম অথচ আমাদের নেতারা এখনো জেলে থাকবে কেন। সংবাদ সম্মেলন শেষে নেতৃবৃন্দ আগামীকাল সমাবেশ স্থল খুলনা হাদিস পার্ক পরিদর্শ করেন।