খুলনা প্রতিনিধি \ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীবাসির নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একইসাথে অন্যত্র সংঘটিত অপরাধজনক ঘটনার সাথে জড়িত অপরাধীরা যাতে খুলনা মহানগরীতে আশ্রয় নিতে না পারে সেজন্য তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় শরিয়তপুর জেলার পালং সদর মডেল থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত অপরাধীরা ডাকাতি করে খুলনা মহানগরী এলাকায় এসে আশ্রয় নিয়েছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে হারিণটানা থানা পুলিশের একটি চৌকস টিম গতকাল সন্ধ্যায় রায়েরমহল হামিদনগর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাত মোরশেদ মিয়া (২৭) কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করলে পালং সদর মডেল থানা এলাকায় সংঘটিত ডাকাতির ঘটনায় সে নিজে জড়িত বলে স্বীকার করে এবং তার সহযোগীদের নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্য মতে খানজাহান আলী থানা এলাকা হতে ডাকাত মিলন মোল্লা (৩০) এবং দৌলতপুর থানা এলাকা হতে ডাকাত মেহেরাজ হাওলাদার (৫২) কে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত হতে ডাকাতির ঘটনায় লুন্ঠিত ১৮,৫৮,৯৫৫ টাকা, ৪৯টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ১টি মোটরসাইকেল ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে উদ্ধারকৃত মালামালসহ পালং সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।