খুলনা প্রতিনিধি \ লবণচরা থানা পুলিশের একটি চৌকস আভিযানিক টিম খুলনা—মোংলা মহাসড়কের সাচিবুনিয়া বিশ্বরোড সংলগ্ন হাতিয়া ব্রীজের পাশে অভিযান পরিচালনা করে গতকাল রাতে পেশাদার দুইজন দস্যুকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায় তারা হল ১) কাউসার (১৯), পিতা—মোঃ রাজ্জাক, সাং—আলগি পাতাকাটা, থানা—মঠবাড়িগয়া, জেলা—পিরোজপুর এপিসাং—রূপসী রূপসা, থানা—লবণচরা এবং ২) আনোয়ার (৩৫), পিতা— মৃত: আমজাদ হোসেন, সাং—হরিণখানা, থানা—বাগেরহাট সদর, জেলা—বাগেরহাট, এপিসাং—সাচিবুনিয়া বিশ্বরোড মোড়, থানা—লবণচরা, খুলনা’দ্বয়কে গ্রেফতার করেছে গ্রেফতারকৃত আসামী দ্বয়ের হেফাজত হতে ১টি লুন্ঠিত পিকআপ, নগদ ৫ হাজার টাকা এবং দস্যুতার কাজে ব্যবহৃত ১টি চাকু উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে লবণচরা থানায় মামলা রুজু হইয়াছে যার মামলা নং—০৮, তারিখ ৯/৩/২৫ ধারা—৩৯২/৪১১ পেনাল। তথ্যটি নিশ্চিত করেছেন খুললা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।