খুলনা প্রতিনিধি \ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ গত ২২ জানুয়ারি সকালে সাতক্ষীরা—খুলনা মহাসড়কের খুলনা পল্লী বিদ্যুত সমিতির বিপরীত পাশে রাস্তা থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায় সে হলো সোহাগ শেখ (৪৫), পিতা—শামসুল রহমান শেখ, সাং—ভাটখালী ৩নং পুটিখালী ইউনিয়ন, থানা—মোড়েলগঞ্জ, জেলা—বাগেরহাট, এ/পি সাং —চানমারী, থানা—খুলনা সদর, খুলনাকে ৩০ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করেছে। তার হেফাজত হতে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত এক টি প্লাটিনাম মোটর সাইকেল জব্দ করা হয়েছে। লবণচরা থানা পুলিশ বাদী হইয়া ধৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু পূর্বক আসামীকে জেল হাজতে প্রেরণ করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি মোঃ আহসান হাবীব।