খুলনা প্রতিনিধি \ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় হরিণটানা থানা পুলিশ গতকাল কৈয়া এলাকা থেকে সুজিত রায় (৩২), পিতা—খোকন রায়, সাং—মুড়গাছা নবপল্লী পশ্চিম, থানা—নিউ ব্যারাকপুর, জেলা—উত্তর চব্বিশ পরগনাকে তিন বোতল বিদেশী মদসহ হাতেনাতে আটক করেছে। তার ভারতীয় পাসপোর্ট জব্দ করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়ার সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।