শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

খুলনায় বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫

খুলনায় ১০ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলার সমাপনী অনুষ্ঠান শুক্রবার বিকালে শিববাড়ি মোড়স্থ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) ভবন চত্বরে অনুষ্ঠিত হয়। খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এতে প্রধান অতিথি ছিলেন। সমাপনীতে প্রধান অতিথি বলেন, উদ্যোক্তা হতে বিসিকের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ রয়েছে। বিসিক নতুন উদ্যোক্তাদের বিভিন্ন ধরণের সহায়তা দিয়ে থাকে। তিনি বলেন, ১০ দিনব্যাপী মেলাটি সবার অংশগ্রহণে প্রাণবন্ত ও সুন্দর হয়েছে। এই সময়টি এরকম মেলা আয়োজনের উপযুক্ত ছিলো। উদ্যোক্তাদের নিয়ে এধরণের মেলা মাঝে মধ্যেই আয়োজন করা যেতে পারে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তদের উৎপাদিত পণ্য বিপণনের ক্ষেত্রে এরকম মেলা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। তাই ভবিষ্যতে এধরণের মেলার আয়োজন অব্যাহত থাকবে বলে আশা করা যায়। খুলনা বিসিকের আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক তাহেরা নাসরীণের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক গোলাম সাকলাইন। অনুষ্ঠানে উদ্যোক্তা ইয়াছিন আরাফাত টিপু ও মির্জা মিনারা শিরিন বক্তৃতা করেন। বিভাগীয় ও জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক জেলা কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মেলায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী স্টলের উদ্যোক্তদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র এবং প্রতিটি স্টল প্রতিনিধিদের মাঝে সনদপত্র প্রদান করেন।—তথ্য বিবরণী

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com