খুলনা প্রতিনিধি \ গত ২৬ মার্চ ২০২৫ বুধবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে ভোর ০৬:১ মিনিটে নগরীর গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জুলফিকার আলী হায়দার। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) আবু রায়হান মোহাম্মদ সালেহ অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান—সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।