ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মানিক হাওলাদার (৩৫) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনা মহানগরীর পুরাতন রেলস্টেশন রোড রেলওয়ে মসজিদের পেছনে মানিককে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। বিকেলে খুমেক হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মানিক হাওলাদার ২১নং ওয়ার্ড যুবদলের সহ—সভাপতি ছিলেন। তিনি পুরাতন রেলস্টেশন এলাকার রেলওয়ে থানা এলাকার লোক কলোনীর মনসুর হাওলাদারের ছেলে। এলাকাবাসী সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সাজ্জাদ, মেহেদী, লালু মিলে পুরাতন রেলস্টেশন রোডের রেলওয়ে মসজিদের পেছনে মানিককে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যান। এ সময় বুকের মাঝখানে এক জায়গায় ও পেটের বাম সাইডে ছুরিকাঘাতে গুরুতর জখম হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে আসেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়। খুলনা মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি নিলে বিকেল সাড়ে ৪টার দিকে মারা যান তিনি। অপরদিকে যুবদল নেতা মানিকের মৃত্যুর খবর পৌঁছালে মানিকের সমর্থকরা এলাকায় বিক্ষোভ শুরু করে। সেখানেও বিক্ষিপ্ত ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ আহসান হাবীব বলেন, নগরীর পুরাতন রেলওয়ে রোড এলাকায় ২১নং ওয়ার্ড যুবদলের সহ—সভাপতি মানিক হাওলাদারকে ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে। তবে এই মুহুর্তে তাদের নাম বলা সম্ভব হচ্ছে না। পরবর্তীতে বিস্তারিত জানানো সম্ভব হবে।