বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা শহর জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে জেলে বাওয়ালীদের লাইফ জ্যাকেট বিতরণ ও রেসকিউ বোটের উদবোধন খালেদা জিয়ার বিদেশ যাত্রা : রাস্তায় মানুষের ঢল কালিগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্র’র সাথে অনৈতিক কাজের অভিযোগ শ্যামনগরে এসওডির উপর পুনরূজ্জীবিতকরণ রিফ্রেশার্স প্রশিক্ষন অনুষ্ঠিত কেশবপুরের হাসানপুরে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা, সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত আশাশুনি সিএস ও এসএ ম্যাপ অনুযায়ী নদী খননের দাবীতে মানববন্ধন কলারোয়ায় যুবদলের কর্মী সমাবেশ কলারোয়ায় স্কাউটস এর ত্রি—বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত শ্যামনগরে বিদ্যুতের তার জড়িয়ে কৃষকের মৃত্যু

খুলনায় শ্রম সংস্কার কমিশনের মতবিনিময়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

খুলনার স্কপভুক্ত সংগঠনসমূহ এবং জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন প্রতিনিধিদের সাথে শ্রম সংস্কার কমিশনের এক মতবিনিময় সভা মঙ্গলবার বিকালে খুলনা সার্কিট হাউসের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। শ্রম সংস্কার বিষয়ক এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কমিশনের প্রধান ড. সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। সভায় প্রধান অতিথির বক্তৃতায় কমিশনের প্রধান বলেন, শ্রমিকের অধিকার, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে। শ্রমিকের সকল সমস্যা বিষয়ে জানতে চেষ্টা করছে এই কমিশন। শ্রমখাত অনেক বড় একটি সেক্টর। এই সেক্টরে প্রায় আট কোটি শ্রমিক কাজ করছে। শ্রমখাতের কিছু সমস্যা বহু দিনের পুরনো। তাই সমস্যাগুলোর সমাধান করতে কিছুটা সময়ের প্রয়োজন। তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্র—জনতার পাশাপাশি শ্রমিকরাও আন্দোলনে শরীক হয়। কমিশনের প্রধান বলেন, আপনারা যারা বিভিন্ন সংঠনের প্রতিনিধি হয়ে মতবিনিময় সভায় উপস্থিত আছেন, আপনাদের আলোচনার মাধ্যমে বিভিন্ন সেক্টরের শ্রমিকদের অধিকারের বিষয়টি উঠে আসবে বলে আশা করা যায়। এর মাধ্যমে ঐ সমস্যাগুলো সমাধান খেঁাজার পথও তৈরি হবে। তিনি আরও বলেন, খুলনা শহর বাংলাদেশের মধ্যে তৃতীয় বৃহৎ শিল্পনগরী হিসেবে পরিচিত। বর্তমানে এই নগরটির সেই ঐতিহ্য মৃতপ্রায়। এখানকার শ্রমিকদের জীবন এখন অনেক দুঃখ—কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে এই সমস্ত কষ্টগুলো দূর করতে করণীয় বিষয়গুলো কমিশনের সুপারিশে উঠে আসবে। মতবিনিময় সভায় শ্রম সংস্কার কমিশনের কো—অপ্ট সদস্য মোঃ রাজেকুজ্জামান (রতন), খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম নাসিম, খুলনা শ্রম দপ্তরের পরিচালক মোঃ মনিরুল আলম, শ্রমিক নেতা মোঃ মুজিবুর রহমানসহ বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। —তথ্য বিরবণী

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com