মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

খুলনায় সরকারি—বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের প্রশিক্ষণ উদ্বোধন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

খুলনা জেলার সরকারি—বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার সকালে খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিন দিনব্যাপী প্রশিক্ষণে প্রায় এক হাজার দুইশত হজযাত্রী অংশ নেবেন। প্রধান অতিথি তাঁর বক্তৃতায় বলেন, হজযাত্রীরা হলো আল্লাহ ঘরের মেহমান। হজ এমন একটি ইবাদত যার মাধ্যমে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। হজ পালনকালে হাজিদের কষ্ট বা ত্যাগ স্বীকার করার মানসিকতা থাকতে হবে। আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করতে হবে। তিনি বলেন, যত বেশি মনোযোগ সহকারে হজ প্রশিক্ষণ গ্রহণ করা যাবে হজের আনুষ্ঠানিকতা পালন তত বেশি সহজ হবে। হাজিদের মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণের অনুরোধ জানান জেলা প্রশাসক। ইসলামিক ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোঃ আনিসুজ্জামান সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে হজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) নূরুল হাই মোহাম্মদ আনাছ, ইসলামী ব্যাংক পিএলসি খুলনা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আসাদুজ্জামান, খুলনা স্বাস্থ্য দপ্তরের সাবেক উপপরিচালক ডা. হারুন অর রশিদ, লিমা হজ ট্রাভেলস এজেন্সি (হাব) এর প্রতিনিধি মোঃ সাইদুর রহমান সাঈদ ও বাংলাদেশ ব্যাংক জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ মাসুম বিল্লাহ।—তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com