খুলনা প্রতিনিধি \ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত রাখতে তৎপরতা অব্যাহত রেখেছে এরই ধারাবাহিকতায় গতকাল রাতে খানজাহান আলী থানা পুলিশ খুলনা জেলার দাকোপ থানা এলাকায় অভিযান চালিয়ে দায়রা—১৫৩/১৯, সিআর—৮৪/১৮ (ডুমুরিয়া), এস/সি—৩৭৬/১৮, দায়রা নং—৮৯/১৬ এর সাজা ওয়ারেন্টভূক্ত ১১ মাস কারাদন্ড ও ১৪ লক্ষ ৫ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত আসামী কে গ্রেফতার করেছে পুলিশ সূত্রে জানা যায় সে হলো মোঃ ইয়াছিন গাজী, পিতা—সুরমান গাজী, সাং—শিরোমণি উত্তর পাড়া, থানা—খানজাহান আলী, খুলনাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।