খুলনা প্রতিনিধি \ গত কাল রাতে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের চৌকস আভিযানিক টীম বিশেষ অভিযান পরিচালনা কালে গোপন সংবাদ এর ভিত্তিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর শাখার সহ—সভাপতি কে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায় সে হলো(১) রণবীর বাড়ই সজল (৩৫), পিতা—রসময় বাড়ই, গ্রাম—জোয়ার, থানা—রূপসা, জেলা—খুলনাকে বাগেরহাট জেলার মোংলা থানাধীন খামেরডাঙ্গা বাজার হতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সজল ছাত্রলীগের খুলনা মহানগর শাখার সহ—সভাপতির পদে থাকা অবস্থায় দলীয় ক্যাডার বাহিনী নিয়ে মহানগরী এলাকায় দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে বিরোধী রাজনৈতিক দলের অফিস ভাংচুর, অগ্নিসংযোগ এবং ভিতরে থাকা টিভি, আসবারপত্র লুটপাট করাসহ একাধিক অপরাধজনক কর্মকান্ডে জড়িত ছিল পুলিশের প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে খুলনা জেলা এবং মহানগরীসহ বিভিন্ন থানায় হত্যা মামলাসহ ৭টি মামলার তথ্য পাওয়া যায়। এ তথ্যটি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের মিডিয়া সেলের এডিসি মোহাম্মদ আহসান হবীব।