খুলনা প্রতিনিধি \ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ গত কাল দুপুরে সঙ্গীতা সিনেমা হলের সামনে থেকেএক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায় মোঃ রনি হাওলাদার (৪১), পিতা—আবুল কালাম হাওলাদার, সাং—ইলাইপুর হোগলাডাঙ্গা, থানা—রূপসা, জেলা—খুলনাকে ১০ লিটার দেশীয় চোলাই মদসহ হাতেনাতে আটক করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সোনাডাঙ্গা থানা পুলিশ বাদী হইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুপূর্বক আসামীকেজেল হাজতে প্রেরণ করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।