খুলনা প্রতিনিধি \ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ২৯ নভেম্বর সকালে খুলনা লবণচরা থানা পুলিশ সাতক্ষীরা খুলনা মহাসড়কের লবণচরা থানা এলাকা হইতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তারা হল সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন লাঙ্গলঝরা গ্রামের মৃত শাহানুর রহমানের পুত্র ১) মোঃ আল আমিন (৩৭) গোয়াল চাতর গ্রামের মৃত আব্দুল কুদ্দুস এর পুত্র(২) উজ্জ্বল হোসেন (৩৯) দেরকে ২২০ বোতল ফেন্সিডিল ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ যার নং খুলনা মেট্রো ন ১১—০১৪৮ সহ হাতেনাতে আটক করেছে। দৃত আসামীদের বিরুদ্ধে লবণচরা থানা পুলিশ বাদী হইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু পূর্বক আসামীদের জেল হাজতে প্রেরন করেছে। তথ্যটি নিশ্চিত করেছেন লবণচরা থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুর জামান।