আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস—২০২৫ পালন উপলক্ষ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সুবিধাজনক সময়ে স্কুল—কলেজ—মাদ্রাসা—সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি/বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষ্যে বাদজোহর বা সুবিধাজনক সময়ে সকল মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান এবং মন্দির, গীর্জা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। ২৫ মার্চ রাত ১০টা ৩০ থেকে ১০টা ৩১ পর্যন্ত এক মিনিটের জন্য প্রতীকি ব্ল্যাক—আউট (কেপিআই ও জরুরি স্থাপনা ব্যতীত) পালিত হবে। এছাড়া দুপুর ১২টায় খুলনা সিটি কর্পোরেশনের মিনিপোলগুলোতে গণহত্যার ওপর বস্তুনিষ্ঠ ও নৈর্ব্যক্তিক দূর্লভ আলোকচিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।—তথ্য বিবরণী