খুলনা প্রতিনিধি \ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খুলনা মহানগর লবণচরা থানা পুলিশ ২৭ ডিসেম্বর খুলনা নিজখামার মোড় এলাকা হইতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ সূত্রে জানাযায় তারা হলো (১) মোঃ মাহবুবুর রহমান (৪৯) পিতা—মৃত: নায়েব আলী লস্কর, সাং—চন্দ্রদিঘলীয়া, থানা—গোপালগঞ্জ সদর, জেলা—গোপালগঞ্জ, এ/পি সাং—ইটাগাছা মাদ্রাসা রোড, থানা—সাতক্ষীরা সদর, জেলা—সাতক্ষীরা এবং ২) আরিয়ান আহম্মেদ@মাসুম (২৩) পিতা—মুনজুর আলী গাজী, সাং—পুরাতন সাতক্ষীরা, থানা—সাতক্ষীরা সদর, জেলা—সাতক্ষীরাদের কে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে আটক করেছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে লবণচরা থানা পুলিশ বাদী হয়ে মাধক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আসামীদের কে জেল হাজতে প্রেরণ করেছে। তথ্যটি নিশ্চিত করেছেন লবণচরা থানার অফিসার ইনচার্জ তৌহিদুর জামান।