খুলনা প্রতিনিধি ॥ খুলনার পাইকগাছা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের এজলাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কক্ষে আসামিদের কাঠগড়া ও আইনজীবীদের বসার চেয়ারসহ আসবাবপত্র পুড়েছে। খুলনার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবার ভোরের কোনো এক সময় ওই কক্ষের ভাঙা জানালা দিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। স্থানীয় মুসল্লিরা বুধবার ভোরে মসজিদে নামাজে যাওয়ার সময় পাইকগাছা আদালতে আগুন দেখতে পান। পরে তারা আদালতে অবস্থানকারীদের খবর দিলে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান আরও জানান, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুষ্ঠু তদন্তের পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে। আদালত চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।