সিরাজুল ইসলাম খুলনা থেকে \ খুলনা বিভাগের,যশোর,কুষ্টিয়া, মেহেরপুর, চুযভাডাঙ্গা, পাবনা জেলায় কৃষকের নজরদারি কমে যাওয়ার কারণে কলা চাষে ধষ নেমেছে গাছ আছে ফল নেই। এই রমজানে কলার দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায় এ বছরে কলা গাছের ৭০%কলা কম ধরেছে।গাছে দুই এক কাঁদি কলার ফেললেও আকারে খুব ছোট। কৃষকরা জানান কলাগাছ ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে। ঠিকমতো তদারকি না করতে পারার জন্য কলার মান ভালো হয়নি এ বছর। কলা সব ঋতুর ফল বাঙালি জাতির প্রিয় পুষ্টি কারক খাবার। খুলনার পূর্ব দক্ষিণ অঞ্চলে কলার চাষ হয় না বললেই চলে,বর্তমান ঘের ও বেড়ির উপর দিয়ে কিছু কলা গাছ চাষ হচ্ছে। এ ব্যাপারে যশোর জেলা অভয়নগর থানার দিয়া পাড়া গ্রামের আজিজুর গাজী জানান বারবার এক জমিতে কলার চাষ করলে গাছ হয় কলা হয় না জমিতে কেঁচোর পরিমাণ বেশি থাকলে কলার মাইঝ নষ্ট হয় যায় ফলে কলা গাছ নষ্ট হয়ে যায়। কীটনাশক ব্যবহার করে কেঁচো নিধন করার পর ঐ জমিতে কলার চাষ করতে হয়। আরও জানান রাসায়নিক সার ব্যবহার করার কারণে জমির উর্বরতা কমে গেছে কলা চাষে জমির উর্বর শক্তি বেশি লাগে। আমরা এক জমিতে একের অধিক বছর চাষ করার জন্য বর্তমান কলার চাষ হুমকির মুখে। এ ব্যাপারে কৃষকেরা কৃষি অধিদপ্তর ঊর্ধ্বতম কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছে তাদের আধুনিক পদ্ধতিতে কলার চাষের প্রশিক্ষণ দেওয়া হোক।