সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

‘খুলনার মানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন খান এ সবুর’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

ডুমুরিয়া প্রতিনিধি \ খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও শিক্ষাবিদ অধ্যক্ষ মাজহারুল হান্নান বলেছেন, খুলনার মানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন জননেতা খান এ সবুর। তিনি ছিলেন খুলনার উন্নয়নে এবং আধুনিক খুলনা গড়ার কারিগর। এ কারণে ১৯৭৯ সালে মুসলিম লীগের মনোনয়নে খুলনার ৩টি আসন থেকে নির্বাচিত হন। বরেণ্য এ নেতা অভূতপূর্ব বিজয়ের সংবাদে নীরবে অশ্র“ ফেলেছেন। এতেই প্রমাণিত হয় তিনি খুলনার মানুষের ভালোবাসায় সিক্ত ছিলেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান পাক—ভারত উপমহাদেশে স্মরণীয় হয়ে আছে। খান এ সবুরের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শনিবার ছিল তার ৪৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে শনিবার বেলা ১১টায় সবুর লজে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। খান এ সবুর স্মৃতি সংসদ, খুলনা এর আয়োজক। মরহুম নেতা বাংলাদেশ মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের যোগাযোগ মন্ত্রী ছিলেন। প্রধান অতিথি বলেন, ভারতের স্বাধীনতা প্রতিষ্ঠা, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি ছিলেন নিবেদিত প্রাণ। ভিন্নমতের মানুষদের প্রাধান্য দিতেন। মানুষের কল্যাণে এবং রাজনীতিকদের সাথে সুসম্পর্ক বজায় রেখেছেন। বৃটিশ আমল থেকে পাকিস্তান জামানা পর্যন্ত দিন—রাত তিনি খুলনার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখেন। খুলনা গড়ার জন্য কিছু নিবেদিত কর্মীও তৈরি করেছেন। রাজনৈতিক জীবনে নির্যাতন সহ্য করেও আদর্শ ও ইসলামী রাষ্ট্র গঠনের স্বপ্ন থেকে পিছপা হননি। খান এ সবুর স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর ফকির রেজাউদ্দিনের সভাপতিত্বে আলোচনা পর্বে ছিলেন বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মোল্লা মাসুম আল রশীদ, শেখ আব্দুল আজিজ, সমিতির আহবায়ক কমিটির সদস্য সচিব নুরুল হাসান রুবা। বক্তৃতা করেন মুসলিম লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. আক্তার জাহান রুকু, মুসলিম লীগের নগর সভাপতি শেখ জাহিদুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ বাবর আলী ও মোঃ দাউদ ইসলাম, খুলনা জেলা প্রশাসনের এডিসি নুরুল হাই, মোঃ আনাস, ইনকাম ট্যাক্স আইনজীবী সমিতির সভাপতি মনিরুজ্জামান খান, সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম, এনটিভি খুলনা ব্যুরো প্রধান মুহাম্মদ আবু তৈয়ব মুন্সী, নগর বিজেপির সাধারণ সম্পাদক সেরাজ উদ্দিন সেন্টু মোল্লা, মাকসুদুর রহমান প্রমুখ। দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানের শেষ পর্বে মরহুম খান এ সবুর, মুসলিম লীগ রাজনীতির সাথে সম্পৃক্ত মৃত নেতৃবৃন্দ ও কোটা বিরোধী আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com