বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

খুলনার রাষ্ট্রায়ত্ত ৯ টি পাটকল বন্ধ থাকায় নষ্ট হচ্ছে ৫ হাজার তাঁত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

সিরাজুল ইসলাম, খুলনা থেকে ॥ খুলনা রাষ্ট্রায়ত্ত নয়টি পাট কল দীর্ঘদিন বন্ধ থাকার কারনে নষ্ট হচ্ছে ৫ হাজার তাঁত সহ অন্য অন্য মেসিনের যন্ত্রাংশ্য। রক্ষণাবেক্ষণের নেই প্রজাপ্ত পরিমান অর্থ বরাদ্দ। দীর্ঘ দিন বন্ধ হওয়া মিল গুলো ২০২০সালে জুলাই মাসের পর তিন মাসের মধ্যে লিজের মাধ্যমে চালু করার আশ্বাস ও চালু করতে পারিনি সরকার। এরপর পাট কল গুলো দেরি করে চালু করা হলেএকই যন্ত্র দিয়ে উৎপাদনে যেতে পারবে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিজে এম সি থেকে যানা যায়। খুলনা রাষ্ট্রায়ত্ত পাট গুলোতে ৫ হাজার ৩৮টি তাঁত মেশিন আছে। খালিশপুর জুট মিলে তাঁতের সংখ্যা ৮৯১টি ক্রিসেন্ট জুটমিলে ১ হাজার ১৩৮টি সব চেয়ে বেশি প্লাটিনাম জুটমিলে ১৫৭ টি দৌলতপুর জুটমিলে ২৫০টি স্টার জুট মিলে ৭৭০টি জেজেআইতে ৪৬৬টি ইষ্টানে ২৭৫টি আলিমে ২৫০ টি কার্পেটিংএ রয়েছে ৮৬ টি তাঁত ২০০২ সালে মিল গুলো বন্ধ করার পর পুনরায় চালু করে আওয়ামীলীগ সরকার। ২০২০সালে ১লা জুলাই মিলগুলি আবার বন্ধ করে দেয়। এতে ৩৩ হাজার ৩০৬ জন শ্রমিক কর্মচারী চাকরি হারান। মিলের মধ্যে প্রবেশ করে দেখা যায় ৩/৪জন নিরাপত্তা কর্মী ও তাত মেশিন লাইনের মধ্যে ৫/৬জন কর্মচারী ছাড়া ভিতরে আরকেহ নেই। মেশিনের পরে জমে গেছে ধুলাবালি কোনোটায় রয়েছে মাকড়সার জাল, কিছু যন্ত্রতে মরিচা পড়েছে দেওয়াল থেকে প্লাস্টার খসে খসে পড়ছে। প্লাটিনাম জুটমিলের সি,বি,এর সাবেক সভাপতি খলিলুর রহমানক জানান মিলগুলো বন্ধ করার সমায় বি,জে এম,সি শ্রমিকদের আশ্বাস দিয়েছিলো ৩ মাসের মধ্যে আধুনিকায়ন করে লিজের মাধ্যমে মিলগুলো চালু করবে,লিজ দিতে কয়েক দফা দরপত্র আহব্বানও করা হয়েছে,তবে কোনো পাটকল চালু হয়নি।তিনি আরোও বলেন দীর্ঘদিন ধরে মিল বন্ধ থাকায় তাঁত সহ অন্যন্য যন্ত্র পাতি বিকল হতে পারে। দ্রুত মিল গুলো চালু না করলে এই যন্ত্র দিয়ে আর উৎপাদনে যাওয়া সম্ভব হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com