এফএনএস: খুলনার রূপসা (খানজাহান আলী) সেতুতে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুল আলীম (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত ১১ টার দিকে সেতুর মাঝখানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল আলিম খুলনা মহানগরীর টুটপাড়া মহিরবাড়ি ছোট খালপাড় এলাকার জাহিদুর রহমানের ছেলে। একই ঘটনায় তার ছোট ভাই আবদুল জলিল আহত হয়েছেন। পুলিশ ও সেতুর টোলপ্লাজায় কর্মরতরা জানান, আবদুল আলীম ও তার ছোটভাই আবদুল জালিল মোটরসাইকেল যোগে রূপসা হতে বাড়ি ফিরছিলেন। রাত পৌনে ১১ টার দিকে তাদের মোটরসাইকেল রূপসা সেতুর মাঝস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক আবদুল আলীম গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাদের দু’জনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আবদুল আলীমকে মৃত ঘোষণা করেন। অপরদিকে ছোটভাই আবদুল জলিল আহত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। লাবনচরা থানার ওসি মো: এনামুল হক বলেন, দুর্ঘটনার পর সৌদিয়া পরিবহনের একটি বাস আটক করা গেলেও চালককে পুলিশ আটক করতে পারেনি। আবদুল আলীমের লাশ খুমেক হাসপাতালের মর্গে রয়েছে।