খুলনা প্রতিনিধি ॥ খুলনা জেলার সেরা শিক্ষা পদক ২০২৩ নির্বাচিত হয়েছে বটিয়াঘাটা উপজেলা মুহাম্মাদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান ময়না, তিনি খুলনা জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক। প্রাথমিক শিক্ষা অফিস সুত্রে যানা ২০১২ সাল থেকে এই পযন্ত বটিয়াঘাটা উপজেলার সেরা স্কুল হিসাবে নির্বাচিত হয়ে আসছে মুহাম্মাদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে ২০১২, ২০১৭,ও২০১৯ এই ৪ বার জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। আর বিদ্যালয়টিকে এই অবস্থানে নিয়ে আসতে প্রধান শিক্ষক মনিরুজ্জামান ময়না পেয়েছেন সেরা প্রধান শিক্ষকের শ্রেষ্ঠত্ব। প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন এবং কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিকশিক্ষা কর্মকর্তা শেখ অহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। শিক্ষা পদকের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে এই সেরা নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতরা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়ার প্রতিযোগিতায় অংশ নিবেন। এ বিষয় মনিরুজ্জামান ময়না মাষ্টার বলেন আমার স্কুলে ১২ শত ৭৬ জন ছাত্র ছাত্রী জায়গা সংকট তাই ৪ তলা ভমন নির্মাণের আবেদন জনিয়েছি, ছাত্র ছাত্রিদের স্কুল কেন্দ্রিক খেলার কোন মাঠ নেই তাই জেলা প্রশাসক অবগত করেছি। এই সাফ্যল্যের স্বীকৃতি মানুষের কূর্ম স্পৃহা বহুগুনে বাড়িয়ে দিয়েছে। আমাকে মহান সৃষ্টি কর্ত পৃথিবীতে রাখে ততদিন আমি শিক্ষা অনুরাগী হয়ে আগামী প্রজন্মকে সু শিক্ষা দিয়ে গড়ে তোলার জন্য বর্তমান শিক্ষার্থির মাঝে,শিক্ষা দানের অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।