সিরাজুল ইসলাম খুলনা থেকে ঃ খুলনা শহর ও শহরতলীর কিছু বাড়ির আঙ্গীনায় আঙ্গুর চাষ দেখা দিয়েছে পর্যাক্রমে আঙ্গুর চাষের বৃদ্ধি পাওয়ার আশঙ্ক্ষা করছে, আঙ্গুর চাষি রবিউল ইসলাম। দিঘলিয়া উপজেলার আবুসাইদ, বটিয়াঘাটা উপজেলার বজলু রহমান,হরিণ টানা থানার ইসলাম নগর গ্রামের আকরাম শেখ খুলনা জেলার আরো অনেক জায়গায় আঙ্গুর চাষের তৎপরতা দেখা দিয়েছে এ বিষয় আঙ্গুর চাষি রবিউল ইসলাম জানান আমি নার্সারী থেকে চারা সংগ্রহ করে আমার আঙ্গিনায় লাগিয়েছি প্রথম বছর ফল না ধরলে ও এবার ধরেছে। এ গাছ এক বার লগালে ১২ বছর পযন্ত ভাল ফল ধরে আঙ্গুর গাছ বড় হলেই বাধ দিতে হয় আমাদের দেশে পর্যাপ্ত পরিমানে আঙ্গুর চাষ হলে বাজার মুল্য কমে যাবে। খুলনায় আঙ্গুর চাষের তৎপরতা বৃদ্ধি হ্রাস।।