এফএনএস: খুলনার ফুলতলা উপজেলার পিপরাইল এলাকায় সুমন মোল্লা নামে একজনকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে। ফুলতলা থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান বলেন, বাড়ি থেকে এক কিলোমিটার দূরে সন্ত্রাসীরা সুমনকে গুলি করে হত্যা করে। পুলিশ হত্যাকারীদের আটকে অভিযান পরিচালনা করছে। সুমন মোল্লার বিরুদ্ধে মারপিটের মামলা ছিল এবং মামলায় তিনি কারাগারেও ছিলেন। স¤প্রতি তিনি জামিন পেয়ে কারাগার থেকে বের হন। সুমন পিপরাইল গ্রামের রকিব উদ্দিন মোল্লার ছেলে। তিনি জমিরা বাজারের একজন ভ‚সি ব্যবসায়ী। স্থানীয়রা জানান, সুমন তার বাড়ি থেকে দুপুরে জামিরা বাজারের উদ্দেশে বের হন। বাড়ি থেকে এক কিলোমিটার দূরত্বে পিপরাইল নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীরা তার গতিরোধ করে এবং তাকে লক্ষ করে গুলি করে। গুলিটি সুমনের ডান থুতনি ভেদ করে। তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পাশের একটি ধানক্ষেতে পড়ে যান। স্থানীয়রা সুমনকে ধানক্ষেত থেকে তুলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।