খুলনা প্রতিনিধি \ গতকাল সকালে খুলনা গল্লামারি ব্রীজ পার হওয়ার সময় ট্রাফিক পুলিশের সিগলান অমান্য করে ধরা খেলো ভ্যান চোর লিটন পুলিশ সূত্রে জানা যায় গতকাল সকালে জনৈক ভ্যান চালককে গল্লামারি ব্রীজ পার হওয়ার সময় সন্দেহবশত সিগন্যাল দেয় ডিউটিরত ট্রাফিক পুলিশ। এ সময় সিগন্যাল অমান্য করে সে গল্লামারি মোড়ের দিকে চলে যায়। গল্লামরি মোড়ে ডিউটিরত সার্জেন্ট শরিফুল হাসান ও সার্জেন্ট জয়দেব পাল ওয়ারলেস মারফত খবর পেয়ে ভ্যান চালক লিটনকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে তার কাছে থাকা ভ্যানটি চোরাই বলে স্বীকার করে। এ ব্যাপারে খুলনা সদর থানায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।