খুলনা প্রতিনিধি \ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় খালিশপুর থানা পুলিশ গতকাল সকালে গোয়ালখালি বাসস্ট্যান্ড সংলগ্ন নার্সারী রোড হতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।পুলিশ সূত্রে জানা যায় সে হল (১)সুজন হাওলাদার @ গেটিস সুজন (২৫), পিতা-মৃত: তাহের হাওলাদার, সাং-চর পাসন, থানা-দৌলতখান, জেলা-ভোলা, এ/পি সাং-পিপলস মোড়, থানা-খালিশপুর, খুলনাকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছেন। আটকৃত ব্যক্তির বিরুদ্ধে পুলিশ মামলা রুজু পূর্বক আসামীকে জেল হজতে প্রেরণ করেছেন। তথ্যটি নিশ্চিত করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেলের এডিসি আহসান হাবীব পিপিএম।