মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

খুলনায় গ্রেনেড বাবুর সহযোগীরা অস্ত্র গোলাবারুদ নগদ টাকা সহ গ্রেফতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

খুলনা প্রতিনিধি \ সন্ত্রাসমুক্ত নগর গড়ার লক্ষ্যে কেএমপি সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেফতারের জন্য নগরীর সামসুর রহমান রোডে তার বাড়িতে অভিযান চালায়। অভিযান রাত ১টায় শুরু হয় এবং সকাল ৭টা পর্যন্ত অব্যাহত থাকে। অভিযানে গ্রেনেড বাবু’র ভাই সন্ত্রাসী রাব্বি চৌধুরীকে (২২) গ্রেফতার করা হয়। রাব্বির হেফাজত থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ ১টি বিদেশী ৯ এমএম পিস্তল, ১টি চাপাতি, ১টি বাইনোকুলার, ১টি মোটরসাইকেল এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় সন্ত্রাসী গ্রেনেড বাবুর পিতা জোনায়েদ চৌধুরী মিন্টুকেও গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে নগদ ১২ লক্ষ ১২ হাজার টাকা এবং আরো ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানের এক পর্যায়ে নৌ বাহিনীর একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়। অতঃপর যৌথ আভিযানিক দল সন্ত্রাসী গ্রেনেড বাবুর ম্যানেজার সৌরভ ও সোহাগ এর বাসায় অভিযান চালিয়ে সৌরভের মা সুষমা রানী সাহা (৬০) কে গ্রেফতার করে। তাদের নিকট থেকে মাদক বিক্রির নগদ ২৬ লক্ষ ৪ হাজার ৫৫৩ টাকা, ভারতীয় মুদ্রা ৪ হাজার ২৪০ রুপি এবং ৬টি মোবাইল সেট উদ্ধার করা হয়। থানার রেকর্ড পত্রে গ্রেফতারকৃত সন্ত্রাসী রাব্বি চৌধুরীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় ৩টি মামলার তথ্য পাওয়া গছে অন্যান্য গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইন, মানি লন্ডারিং এবং অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিং এর মাধ্যমে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com