খুলনা প্রতিনিধি \ সন্ত্রাসমুক্ত নগর গড়ার লক্ষ্যে কেএমপি সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে খুলনা মেট্রোপলিটন পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টিম খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুকে গ্রেফতারের জন্য নগরীর সামসুর রহমান রোডে তার বাড়িতে অভিযান চালায়। অভিযান রাত ১টায় শুরু হয় এবং সকাল ৭টা পর্যন্ত অব্যাহত থাকে। অভিযানে গ্রেনেড বাবু’র ভাই সন্ত্রাসী রাব্বি চৌধুরীকে (২২) গ্রেফতার করা হয়। রাব্বির হেফাজত থেকে ৪ রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিনসহ ১টি বিদেশী ৯ এমএম পিস্তল, ১টি চাপাতি, ১টি বাইনোকুলার, ১টি মোটরসাইকেল এবং ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় সন্ত্রাসী গ্রেনেড বাবুর পিতা জোনায়েদ চৌধুরী মিন্টুকেও গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে নগদ ১২ লক্ষ ১২ হাজার টাকা এবং আরো ১ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। অভিযানের এক পর্যায়ে নৌ বাহিনীর একটি আভিযানিক দল অভিযানে অংশ নেয়। অতঃপর যৌথ আভিযানিক দল সন্ত্রাসী গ্রেনেড বাবুর ম্যানেজার সৌরভ ও সোহাগ এর বাসায় অভিযান চালিয়ে সৌরভের মা সুষমা রানী সাহা (৬০) কে গ্রেফতার করে। তাদের নিকট থেকে মাদক বিক্রির নগদ ২৬ লক্ষ ৪ হাজার ৫৫৩ টাকা, ভারতীয় মুদ্রা ৪ হাজার ২৪০ রুপি এবং ৬টি মোবাইল সেট উদ্ধার করা হয়। থানার রেকর্ড পত্রে গ্রেফতারকৃত সন্ত্রাসী রাব্বি চৌধুরীর বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় ৩টি মামলার তথ্য পাওয়া গছে অন্যান্য গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইন, মানি লন্ডারিং এবং অন্যান্য আইনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন। প্রেস ব্রিফিং এর মাধ্যমে খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-সেবা।