প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সারা দেশে এক কোটি সীমিত আয়ের মানুষের মাঝে টিসিবি’র পণ্য সামগ্রী ন্যায্যমূল্যে বিক্রয় করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনসহ জেলার নয়টি উপজেলায় একশত পাঁচ জন ডিলারের মাধ্যমে মোট এক লাখ ৯১ হাজার সাতশত ১৬ জন উপকারভোগীর নিকট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রয় করা হচ্ছে। ইতোমধ্যে প্রত্যেক উপকারভোগীর জন্য ফ্যামিলি কার্ড প্রস্তুত করা হয়েছে এবং পণ্য বিক্রয় কার্যক্রম দুই পর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে। প্রথম পর্যায়ে গত ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত প্রত্যেক উপকারভোগীর মাঝে দুই কেজি ডাল, দুই কেজি চিনি এবং দুই লিটার সয়াবিন তেল বিক্রি করা হয়েছে। ৭ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত অনুরুপভাবে দ্বিতীয় পর্যায়ে উপকারভোগীদের মাঝে দুই কেজি ডাল, দুই কেজি চিনি, দুই লিটার সয়াবিন তেল এবং দুই কেজি ছোলা বিক্রি করা হচ্ছে। একজন ফ্যামিলি কার্ডধারী প্রতি কেজি চিনি ৫৫ টাকা, ডাল ৬৫ টাকা, ছোলা ৫০ টাকা এবং প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকায় ক্রয় করতে পারবেন। -তথ্য বিবরণী