খুলনা প্রতিনিধি ॥ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মহানগর গোয়ান্দা পুলিশ ৫ ডিসেম্বর রাতে লবনচরা থানাধীন খুলনা-সাতক্ষীরা মহাসড়ক হতে এক মাধক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায় সে হলো খুলনা জেলার ডুমুরিয়া থানার কৈয়া বাজার পূর্ব পাড়া এলাকার মৃত আইয়ুব আলীর হাওলাদারের কন্যা (১) রিনা বেগম (৩৭) কে ২ কেজি গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করেছে। দৃত আসামীর বিরুদ্ধে মহানগর গোয়েন্দা পুলিশ বাদী হয়ে লবণচরা থানায়য় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আসামীকে জেল হাজতে প্রেরণ করেছে। তথ্যটি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ তৈমুর।