খুলনা প্রতিনিধি ॥ খুলনায় অবসরপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা ও তার স্ত্রীকে অচেতন করে মেয়েকে ধর্ষণ ও স্বর্ণালংকার লুটের ঘটনায় ৩ জন কে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুটকরা স্বর্ণালংকার ও উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার কেএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃতরা হলো ডুমুরিয়ার সুতিনী ফৌজদারের ছেলে, গোবিন্দ ফৌজদার(৩০), বটিয়াঘাটার চিত্তরঞ্জন বিশ্বাসের ছেলে, মিঠুন বিশ্বাস(৩৫), ডুমুরিয়ার প্রশান্ত ফৌজদারের ছেলে, ধীমান ফোজদার(৩৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এ ঘটনার সাথে জড়িত থাকার স্বীকার করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। দীর্ঘদিন ধরে এ অপরাধ চক্রটি বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে মানুষ কে চেতনা নাশক ঔষধ খাইয়ে সর্বস্ব লুটে নিয়ে যায়।