স্টাফ রিপোর্টার ঃ খুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে পৃথক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে ডুমুরিয়া উপজেলার শরাফপুর ও ভান্ডার পাড়া ইউনিয়ন আ’লীগের কার্যালয় মত বিনিময় সভায় ভান্ডার পাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা আ’লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং আগামী খুলনা ৫ আসনের মনোনয়ন প্রত্যাশী অজয় সরকার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনসভা জনসমূদ্রে পরিনত করতে হবে। সমাবেশে যোগদানের পূর্ব পর্যন্ত নেতা কর্মীদের গণসংযোগ করতে হবে। আন্দোলনের নামে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐকব্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলুন। কোন অপশক্তিতে মাথা উচু করে দাড়াতে দেওয়া হবে না। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক শেখ আকরাম হোসেন, আ’লীগ নেতা সমীর বিশ্বাস অধ্যাপক কল্যান মল্লিক, ডা: রামেন্দ্র বিশ্বাস, ডা: রাম প্রষাদ রায়, সমির বিশ্বাস, ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি পরিমল রায়, অপর দিকে শরাফপুর ইউনিয়ন আ’লীগের সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগের আহবায়ক এএইচএম ওবাইদুল্লাহ, আ’লীগ নেতা রফিক শেখ, মাহাবুব রহমান, গোলদার, বকর সরদার, মজিদ সরদার, খোকন শেখ, সেলিম গাজী, সোহরাফ বিশ্বাস সহ বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।