স্টাফ রিপোর্টার ॥ ২০১৩ সালের সেই জঙ্গিবাদী গোষ্ঠী সাতক্ষীরাসহ দেশের অনেক জায়গায় হত্যা যজ্ঞ শুরু করেছিল। আবারও সেই কুচুক্রী মহল বাংলাদেশকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা হরতাল অবরোধের নামে সন্ত্রাসী কর্মকান্ড মাধ্যমে জ্বালাও পোড়াও করছে। প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুর করেছে।স্বাধীনতা বিরোধীদের হাত থেকে দেশকে রক্ষা করতে হলে প্রধানমন্ত্রীর বিকল্প নাই।বাংলাদেশ আ’লীগের যুগ্ম সাধাঃ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাছিম সাতক্ষীরা জেলা আলীগের আহব্বানে গতকাল বেলা ১১ টায় শহরের তুফান কনভেনশন সেন্টার লেকভিউ চত্বরে খুলনায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে যৌথ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। জেলা আলীগের সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, যারা বোমা মারবে তাদের হাত ভেঙে দিতে হবে। আলীগের নেতা-কমীদের ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থেকে জঙ্গি গোষ্টিকে রুখে দিতে হবে। আগামী ১৩ নভেম্বর খুলনায় প্রধানমন্ত্রী মহাসমাবেশ জনসমুদ্র পরিণত করতে হবে। এ সমাবেশ জননেত্রী শেখ হাসিনার নৌকার বিজয়ের সমাবেশ। আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করে ৫ ম বারের মতো প্রধানমন্ত্রী করতে হবে। খুলনায় প্রধানমন্ত্রীর জনসভা সফল করার জন্য সাতক্ষীরা সকল নেতা-কর্মীকে উপস্থিত হাজির হওয়ার আহবান জানাচ্ছি। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী সংসদ সদস্য অধ্যাপক ডা. আ ফ ম রুহুল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আ’লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস.এম কামাল হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নির্মল কুমার চ্যাটার্জী, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আলীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আলীগের যুগ্ন সাধাঃ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আলীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম,জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ভারপ্রাপ্ত পৌর মেয়র কাজী ফিরোজ হাসান, হোসেন,কলারোয়া উপজেলা আলীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন, দেবহাটা উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান, তালা উপজেলা আলীগের সভাপতি নুরুল ইসলাম,কালিগঞ্জ আলীগের সাধাঃ সম্পাদক চেয়ারম্যান এনামুল হক ছোট, পৌর আলীগের সাধাঃ সম্পাদক মোঃ সাহাদাৎ।এসময় জেলা, উপজেলা,পৌর আলীগের নেতৃবৃন্দ সহ উপজেলা চেয়ারম্যান, আলীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আলীগের সাধাঃ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ও দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।