এফএনএস: খুলনার দৌলতপুরে তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আড়াই ঘণ্টা খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিল। পরে বগিটি উদ্ধার হলে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। গতকাল সোমবার বিকেল পৌনে ৫টা থেকে ট্রেন চলাচল শুরু করে। খুলনা রেলওয়ে থানার ওসি মোলা মো. খবির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তেল নামিয়ে ফেরার পথে দুপুর সোয়া ২টার দিকে ট্রেনের পেছনের গার্ড বগির চার চাকা লাইনচ্যুত হয়। উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলে গিয়ে বগিটি অপসারণ করে। বিকেল পৌনে ৫টা থেকে রেল যোগাযোগ সচল হয়।