এফএনএস: খুলনার বড় বাজারের ডেল্টাঘাট এলাকায় আগুনে বেশকয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও কারখানা পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। গতকাল বুধবার দুপুর ১টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ওই বাজারের ব্যবসায়ী মাসুদ রানা জানান, দুপুরে ভৈরব স্ট্যান্ড রোডে বসে আলোচনা করছিলেন তারা। এ সময় তুলাপট্টির পিছনের গলিতে আগুন লেগেছে বলে কর্মচারীরা চিৎকার করতে থাকে। খবর দিলে দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আগুনে বড় বাজারের জুতাপট্টি এলাকায় ৬টি দোকান পুড়ে যায়। উজ্জ্বল ব্যানার্জি নামের আরেক ব্যবসায়ী জানান, দুর্গাপূজার শেষ দিন গতকাল বুধবার অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। আগুনে বেশ কয়েকটি দোকানপাট বন্ধ থাকে। বাজারের কাপড় দোকান মালিক সমিতির সভাপতি আজিজুল ইসলাম বলেন, কংস বাণিজ্য ভান্ডার থেকে প্রথমে ধোয়া দেখতে পাই। পরে আশপাশে আগুন ছড়িয়ে পড়ে। খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের ছয়টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।