এফএনএস: খুলনায় সরকারি বিএল কলেজের বাসের চাপায় আশিকুর রহমান (৪৪) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে নিউমার্কেটের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে। সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক বলেন, বিএল কলেজের একটি বাস খুলনার দিকে যাচ্ছিল। একইপাশে মোটরসাইকেলে আশিকুর রহমান খুলনার দিকে যাচ্ছিলেন। বাসটি তাকে ধাক্কা দিলে তিনি পড়ে যান। এ সময় বাসচাপায় তার মৃত্যু হয়। আশিকুরের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, খুলনা নিউমার্কেটের বিপরীত পাশে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে সড়কে বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে আশিকুর রহমান ছিটকে পড়েন। এ সময় বাসচাপায় ঘটনাস্থলেই আশিকুরের মৃত্যু হয়। নির্মণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু: খুলনার সোনাডাঙ্গার মজিদ সরণিতে নির্মাণাধীন ১০ তলা ভবনের চতুর্থ তলা থেকে পড়ে মহিত হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত মহিত বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চরকাটি গ্রামের তোরাব আলীর ছেলে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোনাডাঙ্গা থানা পুলিশের ওসি মমতাজুল হক বলেন, মজিদ সরণিতে চিকিৎসক গাজী মিজানুর রহমানের নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করছিলেন শ্রমিক মহিত হোসেন। কাজের সময় অসাবধানতার কারণে তিনি পা পিছলে চারতলা থেকে নিচে পড়ে যান। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহত শ্রমিকের সহকর্মীরা জানান, মহিতকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।