এফএনএস: খুলনার মিয়াপড়ায় বাড়ির মালিক শহীদুল ইসলাম ডলারকে হত্যার দায়ে আসামি বাবু বিশ্বাসকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন এপিপি কামরুল হোসেন জোয়াদ্দার। আদালতের বেঞ্চ সহকারী আবুল কালাম আজাদ সত্যতা নিশ্চিত করেছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, খুলনার ৯ নং মিয়াপাড়া এলাকার বাসিন্দা শহীদুল ইসলাম ডলার। তার বাড়ির ভাড়াটিয়া ছিলেন সুধীর বিশ্বাসের ছেলে বাবু বিশ্বাস। হত্যাকাণ্ডের আগে চার মাসের ঘর ভাড়া নিয়ে ভাড়াটিয়া বাবু বাড়ির মালিক ডলারের সঙ্গে নয়-ছয় করতে থাকেন। ২০১৭ সালের ২৪ অক্টোবর রাত ১২টার দিকে বাড়ির মালিক ডলার ভাড়া আনতে বাবুর কাছে যান। এ সময় তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এ সময় বাবু একটি ছুরি দিয়ে ডলারের শরীরে উপর্যুপরি আঘাত করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে সেখান থেকে পালিয়ে যান বাবু। খবর পেয়ে বাবুর পরিবারের সদস্য ও অন্য ভাড়াটিয়া ডলারের লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহত ডলারের স্ত্রী বাদী হয়ে ওই দিন থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা খুলনা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন ২০১৮ সালের ২৮ ফেব্র“য়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। শুনানি শেষে আদালত এ রায় দেন।