শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে জেলি পুশকৃত চিংড়ি জব্দ মাহফিলে কবির বিন সামাদকে হুমকির প্রতিবাদে মানববন্ধন জেলা বিএনপির সাংগঠনিক টিমের সাথে দেবহাটা বিএনপির মতবিনিময় দেবহাটা শিশু পুষ্টি বিষয়ক সেমিনার দেবহাটা নির্বাহী অফিসারের ভ্রাম্যমান আদালতের অভিযান অপরিপক্ক ক্যামিক্যাল মিশ্রিত আম সহ গাড়ী জব্দ প্রতাপনগরে জামায়াতের গণসংযোগ পক্ষ পালন উপলক্ষে দাওয়াতি সভা পাইকগাছার কেন্দ্রীয় পূজা মন্দিরে দু’দিন ব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠিত পাইকগাছায় শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত আশাশুনির মাদ্রাসা গুলোতে বায়োমেট্রিক হাজিরা স্থাপনের নির্দেশনা প্রদান আশাশুনি বিএনপির সার্স কমিটি গঠন কল্পে সভা

খুলনায় মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত ‘মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা বৃহস্পতিবার খুলনা সার্কিট হাউজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনলাইনে যুক্ত হয়ে কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা। উদ্বোধন অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের পরবর্তী সময়ে দেশ এক বিপ্লবোত্তর ক্রান্তিকাল অতিক্রম করছে। এসময় গুজব ও অপতথ্য বিস্তারের চেষ্টা দৃশ্যমান। সরকারি দপ্তরগুলোর সাথে গণমাধ্যমের সুসম্পর্ক থাকা প্রয়োজন। পেশাগত কাজের ক্ষেত্রে সাংবাদিকরা যেন সরকারি দপ্তর থেকে সহজে তথ্য-উপাত্ত সংগ্রহ করতে পারে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। তথ্য অফিসগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি আরও বলেন, মামলা পরিচালনায় সহায়ক আইনকানুন ও কৌশল বিষয়ে আজকের এই কর্মশালা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীনস্ত খুলনা বিভাগে অবস্থিত বিভিন্ন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের জন্য অনেক গুরুত্ববহ। আইন জানলে নিজের জীবনে আইন মেনে চলার সুযোগ সৃষ্টি হয়, আবার দাপ্তরিক কাজেও দক্ষতা বাড়ে। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ফারাহ শাম্মী। কর্মশালায় উচ্চ আদালত ও অধস্তন আদালতে মামলা পরিচালনায় প্রাসঙ্গিক আইন ও কৌশল বিষয়ক আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আইন কর্মকর্তা (অতিরিক্ত জেলা জজ) মোঃ মাসুদ পারভেজ, ভূমি ব্যবস্থাপনা আইন, সরকারি সম্পত্তি রক্ষায় করণীয় এবং সার্টিফিকেট কেস পরিচালনা বিষয়ে আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব নূর্সিয়া কমল ও মামলা সংক্রান্ত নোটিশ প্রাপ্তির পর করণীয় সম্পর্কিত আলোচনা করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ মোতালেব হোসাইন। এতে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। কর্মশালায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন খুলনা বিভাগের তথ্য অধিদফতর, গণযোগাযোগ অধিদপ্তর, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের, আঞ্চলিক ও জেলা কার্যালয়সমূহে কর্মরত ৩৫ জন কর্মকর্তা অংশ নেন।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com