বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

খুলনায় যানজটমুক্ত নগরী গড়তে নতুন উদ্যোগ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

খুলনা প্রতিনিধি \ খুলনা মহানগরীকে যানজটমুক্ত করতে এক মহতী উদ্যোগ নেয়া হয়েছে। সড়কে চলাচলের ক্ষেত্রে করণীয় ও বর্জনীয় বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশ ইজিবাইক চালকদের প্রশিক্ষণ প্রদান করবে। ২৩ এপ্রিল সকাল ১০টায় নগরীর বয়রাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস হলে খুলনা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীকে যানজটমুক্ত রাখতে ইজিবাইক চার্জিং পয়েন্ট মালিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, আমরা খুলনা নগরবাসীকে বাংলাদেশের মধ্যে যানজট মুক্ত সুশৃংখল একটা শহর উপহার দিতে চাই। একটা পরিবর্তন আনা সম্ভব, যদি ইজিবাইক ড্রাইভারদের প্রশিক্ষণ দেওয়া হয় এবং তারা নিয়ম কানুন ফলো করেন। প্রাথমিকভাবে ৫৪৮১ জন ইজিবাইক চালককে প্রশিক্ষণের আওতায় আনা হবে এবং এই ধারা অব্যাহত থাকবে। এখানে ইজিবাইক থাকবে কিন্তু যানজট থাকবে না, ইজিবাইক চললে নগরবাসী উপকৃত হবে, অল্প খরচে এক জায়গা থেকে মানুষ অন্য জায়গায় যেতে পারবে। তিনি বলেন এই উদ্যোগকে সফল করার জন্য সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com