শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন

খুলনায় রেড ক্রিসেন্টের প্রশিক্ষণ কর্মশালা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) এর কর্মী ও স্বেচ্ছাসেবকদের জন্য ‘দুর্যোগকালীন পূর্বাভাসভিত্তিক আগাম কার্যক্রম’ বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান সোমবার দুপুরে খুলনা নগরীর সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও রেড ক্রিসেন্ট সোসাইটি সিটি ইউনিটের সভাপতি তালুকদার আব্দুল খালেক। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের সহসভাপতি জোবায়ের আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট খুলনা সিটি ইউনিটের সহসভাপতি হালিমা ইসলাম, জেলা ইউনিটের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, সিটি রেড ক্রিসেন্টের সাধারণ সম্পাদক মলি­ক আবিদ হোসেন কবির, সাতক্ষীরা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সিপিপি এর উপপরিচালক আব্দুল লতিফ ও রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক মোঃ শাহজাহান বক্তৃতা করেন। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার কর্মী ও স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন।-তথ্য বিবরণী

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com