খুলনা প্রতিনিধি \ খুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পুলিশ, ডিবি ও র্যাবকে হুমকি দেওয়ায় রাশেদ খান (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে একটি পিস্তল, ১টি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ৭০পিস ইয়াবা জব্দ করা হয়। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল-মামুন জানান, টিকটকে ভিডিওতে অকথ্য ভাষায় গালিগালাজ করে পুলিশ, ডিবি ও র্যাবকে হুমকি দেওয়ায় শনিবার রাতে নগরীর দক্ষিণ টুটপাড়া এলাকা থেকে রাশেদ খানকে গ্রেপ্তার করা হয়। তিনি গোপালগঞ্জের কাঠিবাজার দত্তডাঙ্গা এলাকার মো. জাহাঙ্গীর খাঁর ছেলে ও নগরীর হরিণটানার খানজাহান নগর শাহ্ শিরিন রোডের ভাড়াটিয়া। ওসি আরও জানান, ধৃত আসামি ইতিপূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ, ডিবি ও র্যাবকে গালিগালাজ ও হেয়প্রতিপন্ন করে একটি ভিডিও বিভিন্ন ব্যক্তির নিকট পাঠায়। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বর্তমান ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য বিভন্ন অনৈতিক লেখা লেখি নগ্নতা,আজেবাজে ভাষা ব্যবহার করছে। সব প্রায় উঠতি বয়সের ছেলে মেয়ে,এরা, অনেকে অপরাধ মুলক কাজে জড়িয়ে আছে।