আজ ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় কর্মসূচির আলোকে খুলনা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ১৮ অক্টোবর সকাল সাড়ে আটটায় খুলনা শহিদ হাদিস পার্ক থেকে সার্কিট হাউজ ময়দান পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হবে। সকাল নয়টায় সার্কিট হাউজ মাঠে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। সকাল সাড়ে ১১টায় একই স্থানে আলোচনা সভা, কেক কাটা ও শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।-তথ্য বিবরণী