খুলনা প্রতিনিধি ॥ খুলনা মেট্রোপলিটন পুলিশ নগরীকে মাদকমুক্ত করতে তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় লবণচরা থানা পুলিশ গতকাল শনিবার দুপুরে সাচিবুনিয়া বিশ্বরোড মোড় এলাকা হইতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায় তারা হল পটুয়াখালী জেলার বাউফল থানার কেশবপুর গ্রামের মৃত জয়নাল গাজীর পুত্র আলী গাজী (৩৯) এবং মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার উত্তর রাঙ্গাবালী গ্রামের মৃত সেকেন্দার আলীর পুত্র স্বপন (৪১) দেরকে গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ কেজি গাঁজা সহ হাতেনাতে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে লবণচরা থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করিয়াছে এ তথ্যটি নিশ্চিত করেছেন লবণচরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তৌহিদুর জামান।