জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষ্যে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ এবং বিভিন্ন প্রতিযোগিতা বুধবার বিকালে বাংলাদেশ শিশু একাডেমির খুলনা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একশত ১০ জন শিক্ষার্থী ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশ নেন। এছাড়া কুইজ, চিত্রাংকন ও ছড়া/কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের উপপরিচালক মোহাম্মদ হামিদুর রহমান, সরকারি বিএল কলেজের অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার রুবায়েত আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কবির, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, ক্ষুদে বঙ্গবন্ধু সংসদ কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের পরিচালক অরবিন্দ মৃধা প্রমুখ উপস্থিত ছিলেন। আগামীকাল ৭ মার্চ সকাল ১০টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে ঐতিহাসিক ৭ই মার্চ দিবসের আলোচনা সভায় প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।-তথ্য বিরবণী