খুলনা প্রতিনিধি ॥ খুলনায় ৮৭ কেজি তামার তারসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৫ জানুয়ারি) ভোরে খালিশপুর থানাধীন পুরাতন যশোর রোডের আপ্যায়ন কমিউনিটি সেন্টারের উত্তর পাশ থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- শামিম উদ্দিন (৪৫), গোলাম রসূল (২২), মো. সোহেল শেখ (২৪), মো. সজ হাওলাদার (১৮), মো. ইমন হাওলাদার (২৪), মো. শফিকুল ইসলাম (২৫) ও মো. সজীব হক (২৫)। খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া তারের দাম প্রায় এক লাখ চার হাজার টাকা। আটককৃতরা সকলেই খালিশপুর থানার বাসিন্দা। এ ব্যাপারে খালিশপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।